গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Friday,03 May 2024

শুভ উদ্বোধন সিএইচআরডি, বগুড়া

about1

 

গত ২৫ নভেম্বর বগুড়ার শাহজাহানপুরে বুরো বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দশ তলাবিশিষ্ট ভবনটি উদ্বোধন করেন বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক-অর্থ এম মোশাররফ হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক-বিশেষ কর্মসূচি মো. সিরাজুল ইসলাম। তিন প্রতিষ্ঠাতার সাথে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পরিচালক-ঝুঁকি ব্যবস্থাপনা জনাব প্রাণেশ চন্দ্র বণিক, পরিচালক-অপারেশনস ফারমিনা হোসেনসহ বুরো বাংলাদেশের সব সহকারী পরিচালক, স্থানীয় কর্মী এবং বগুড়া শহরের বিভিন্ন এনজিও প্রতিনিধি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর . হোসনে আরা বেগম।

উদ্বোধনী ভাষণে মানবসম্পদ কেন্দ্রটির নির্মাণে সম্পৃক্ত সব শ্রমিক সংস্থার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্বাহী পরিচালক জাকির হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে সরকারের পাশাপাশি দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোরও ব্যাপক অবদান রয়েছে। তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনেই বুরো বাংলাদেশ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানের মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করছে।

বিশেষ অতিথি টিএমএসএসের নির্বাহী পরিচালক . হোসনে আরা বেগম বলেন, ‘এনজিওদের সমন্বয়ে প্রান্তিক পর্যায়ের অবহেলিত দরিদ্র মানুষের হাতে অর্থ যাচ্ছে, জ্ঞান যাচ্ছে, দিক- নির্দেশনা যাচ্ছে এবং এতে তারা সাহস পাচ্ছে। তবে এনজিও হিসেবে অনেক বাধা-বিপত্তি আমাদের পেরোতে হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সংগঠনকে ঠিক রেখেছি যেন মানুষের জন্য কার্যকরী এবং টেকসই কিছু করতে পারি।

প্রশিক্ষণ কেন্দ্রটি বগুড়ার মানুষের জন্য এটি তথ্যভান্ডার হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা পরিচালক-অর্থ এম মোশাররফ হোসেন।

প্রতিষ্ঠাতা পরিচালক-বিশেষ কর্মসূচি মো. সিরাজুল ইসলাম বলেন, বুরো বাংলাদেশ টাঙ্গাইল থেকে প্রতিষ্ঠা পেলেও এটি শুধু টাঙ্গাইলের সম্পদ না, এটি পুরো বাংলাদেশের সম্পদ।