গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Friday,19 April 2024

শোকের ক্যানভাসে জাতির পিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা

about1

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৬ই আগস্ট বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছেশোকের ক্যানভাসে জাতির পিতাচিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফসিউল্লাহ, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। সভাপতিত্ব করেন বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের অর্থ পরিচালক জনাব মোশারফ হোসেন।

অনুষ্ঠানটি সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়। এই আয়োজনে বুরো বাংলাদেশ পরিবারের থেকে ১৪ বছর বয়সি শিশুরা অংশগ্রহণ করে। আলোচনা সভায় শিশুদের প্রতি জাতির পিতার স্বরূপ দেশপ্রেম চেতনা জাগিয়ে তোলার কথা বলেন জনাব মো. ফসিউল্লাহ। অনুষ্ঠান শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে সার্টিফিকেট, উপহারস্বরূপ চিত্রকলার উপকরণ এবং বঙ্গবন্ধু সম্পর্কিত বই বিতরণ করা হয়। বিচারক হিসেবে  ছিলেন চিত্রশিল্পী জনাব মোস্তাফিজ কারিগর এবং সালওয়াত সেমন্তী, ক্রিয়েটিভ সুপারভাইজার, একো স্টুডিওস।

 

প্রতিযোগিতায় বিজয়ীদের নাম

 

গ্রুপ-:

আরিয়ানা জামান (১ম স্থান)

দাহিয়া ওয়াহি কালবি (২য় স্থান)

সাফীর মাহবুব (৩য় স্থান)

 

গ্রুপ-:

শুভশ্রী দে হৃদি (১ম স্থান)

আরিবা মুস্তারি রুশদা (২য় স্থান)      

এস কে জাহিন আতিক নূহা (৩য় স্থান)

 

গ্রুপ-:

ফারিন রহমান (১ম স্থান)

রায়ান সারা (২য় স্থান)

আফিফা ইসলাম আনহা (৩য় স্থান)

 

গ্রুপ-:

নূরে জান্নাত (১ম স্থান)   

ফারদিন রহমান (২য় স্থান)            

নূর- শামস (৩য় স্থান)