গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Tuesday,07 October 2025

SME খাতে বিনিয়োগের জন্য বুরো বাংলাদেশ এর পর্যালোচনা সভা

about1

SME খাতে বিনিয়োগের জন্য বুরো বাংলাদেশ দেশে প্রথমবারের মতো SME Syndication এর মাধ্যমে Citibank, N.A. এর তত্ত্বাবধায়নে ৯টি ব্যাংক যথাঃ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, সাউথইষ্ট ব্যাংক এবং সিটিব্যাংক এন. . থেকে ৫৭৫ কোটি টাকার তহবিল সংগ্রহ এবং বিনিয়োগ করে।

সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রতিনিধিদের নিয়ে ২৫/০৮/২০২২ তারিখে বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটিব্যাংক এন. . এর প্রধান নির্বাহী সামস্ জামান, বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন এবং পরিচালক (অর্থ) মো. মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।