গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Tuesday,07 October 2025

অপরচুনিটি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া

about1

সম্প্রতি বুরো বাংলাদেশের চলমান স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির অগ্রগতি, প্রভাব এবং সম্প্রসারণের উপায় নিয়ে মতবিনিময় করতে অপরচুনিটি ইন্টারন্যাশনাল এর একটি প্রতিনিধি দল সংস্থার নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেনসহ অন্যান্য পরিচালকবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মেরেডিথ ডাউনি- ম্যানেজার ওম্যান্স হেলথ অ্যান্ড সেফটি প্রোগ্রাম, অ্যানি ওয়াং- পরিচালক ওম্যান্স হেলথ অ্যান্ড সেফটি প্রোগ্রাম এবং জুটা ওয়েরমেল্ট- পরিচালক কর্মসূচি অপরচুনিটি ইন্টারন্যাশনাল জার্মানি। বুরো বাংলাদেশের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন, পরিচালক অর্থ- জনাব এম মোশাররফ হোসেন, পরিচালক-বিশেষ কর্মসূচি জনাব সিরাজুল ইসলাম বিশেষ কর্মসূচি বিভাগের সমন্বয়কারী জনাব এস এম রাকিব।