গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Saturday,05 October 2024

নতুন উদ্যমে বুরো’র ওয়াশ কর্মসূচির যাত্রা শুরু

about1

সংস্থা শুরু থেকে গণমানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে পানি পয়ঃনিষ্কাশন খাতে সচেতনতামূলক কর্মকাণ্ড এবং স্থাপনা নির্মাণের জন্য ঋণ সহায়তা দিয়ে আসছে। প্রকল্পকালীন ,৪০,০০০ সদস্যকে যথাযথ সেবা প্রদানের পর সংস্থার নিজস্ব অর্থায়নে কার্যক্রমটিওয়াশ কর্মসূচিনামে কর্মসূচি বিভাগের আওতায় অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এই কার্যক্রমের আওতায় শাখা পর্যায়ে সকল কর্মীদের ডধঝঐ কর্মসূচি বাস্তবায়নবিষয়ক দেশব্যাপী এলাকাভিত্তিক ওরিয়েন্টেশন প্রদানের লক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বুরো বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন টাঙ্গাইল মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র, ছিলিমপুরে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পরবর্তীতে তিনি সখিপুর, মধুপুর কুমিল্লা অঞ্চলের আরও তিনটি ওরিয়েন্টেশনে উপস্থিত থেকে প্রোগ্রামের করণীয় নিয়ে নির্দেশনা প্রদান করেন। ওরিয়েন্টেশনগুলোতে সকল বিভাগীয় ব্যবস্থাপক, সংশ্লিষ্ট আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয় প্রশিক্ষক-ওয়াশ এলাকা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট এলাকার সকল কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান কার্যালয় হতে কর্মসূচি সমন্বয়কারী, আইসিটি বিভাগের প্রধান প্রকল্প ব্যবস্থাপক উপস্থিত থেকে ওয়াশ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।