গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Saturday,05 October 2024

মুজিব জন্মশতবর্ষে বুরো বাংলাদেশের ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’

about1

মুজিব জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আহ্বানে সাড়া দিয়ে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ কর্মসূচি গ্রহণ করেছে বুরো বাংলাদেশ। এই কর্মসূচির আওতায় পাবলিক বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজের ৮জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা শুরু করেছে বুরো বাংলাদেশ। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী তাদের উচ্চ শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। বৃত্তির এই অর্থ শিক্ষার্থীদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হচ্ছে।

বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:

মোসাম্মৎ উম্মাতুন নেসা, রাজশাহী মেডিকেল কলেজ, . মো. মোস্তাফিজুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়, দিনাজপুর . শরিফুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়, . মো. আল-আমিন, ঢাকা বিশ^বিদ্যালয়, . মিঠুন চন্দ্র রায়, ঢাকা প্রোকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়, গাজীপুর, . মো. ফয়সাল আকন্দ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, . স্নিগ্ধা আজভীন সখি, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় . মো. রুবেল, ঢাকা বিশ^বিদ্যালয়।