গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Tuesday,07 October 2025

মতবিনিময় সভায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক

about1

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব শেখ মো. মনিরুজ্জামান গত ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার টাঙ্গাইলে বুরো বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন প্রকল্প ও ক্ষুদ্রঋণ কর্মসূচির গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত বুরো বাংলাদেশের ক্ষুদ্রঋণ কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের গ্রাহকদের সাথে মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে ধারণা নেন এবং বুরো বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতেও বুরো বাংলাদেশের গণমুখী কর্মসূচি ও প্রকল্পগুলোর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা ফলপ্রসূভাবে উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টাঙ্গাইল স্থানীয় কার্যালয়-২ এ অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের পরিচালক-অর্থ এম মোশাররফ হোসেন, বিশেষ কর্মসূচি বিভাগের সমন্বয়কারী এসএমএ রাকিব, বিভাগীয় ব্যবস্থাপক-টাঙ্গাইল হারুন অর রশিদ এবং ঊর্ধ্বতন অফিস ব্যবস্থাপক বিদ্যুত খোশনবীশ।