গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Saturday,05 October 2024

কুমিল্লা সিএইচআরডি উদ্বোধন

about1

গত ১৬ জুলাই ২০২২ তারিখে উদ্বোধন করা হয়েছে বুরো বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র কুমিল্লা। কোটবাড়ী রোডের ধনপুর এলাকায় সুপরিসর এই স্থাপনাটি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে আসছেন। কারণ আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। আমরা যদি নারীদের প্রশিক্ষিত করে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে অর্থনৈতিকভাবে উন্নয়নের প্রভাব পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ভোগ করবে। জনাব সলীম উল্লাহ আরো বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে বাংলাদেশি জনশক্তির মূল্য কম। ভারত, ইন্দোনেশিয়া, চায়নার তুলনায় বাংলাদেশি শ্রমিকরা কম মজুরি পান কিংবা কম বেতনে চাকরি করেন। তার একটাই কারণ দক্ষতার অভাব। সেক্ষেত্রে বাংলাদেশের জনশক্তিকে যদি দক্ষভাবে তৈরি করে বিদেশে রপ্তানি করা যায় তাহলে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারলে এর ফল সরাসরি দেশের অর্থনীতিকে বেগবান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মো. ফসিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল হাসান। সিএইচআরডির বিশাল হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাত নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার পরিচালক-অর্থ এম মোশাররফ হোসেন এবং পরিচালক-ঝুঁকি ব্যবস্থাপনা জনাব প্রাণেশ বণিক। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দের সাথে বুরো বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়ার জন্য একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বুরো বাংলাদেশের পরিচালক অপরেশনস- ফিন্যান্সিয়াল সার্ভিসেস এর ফারমিনা হোসেন। বেলুন পায়রা উড়িয়ে সিএইচআরডিটি উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ আর্থিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণের একটি সেশন পরিদর্শন করেন এবং সংস্থার প্রশিক্ষণার্থী নারী উদ্যোগক্তাদের সাথে মতবিনিময় করেন। সময় প্রধান অতিথি তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

মনোমুগ্ধকর পরিবেশে নির্মিত পরিচালিত এই আধুনিক অভিজাত মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে রয়েছে ১টি ফ্যামিলি স্যুট রুমসহ ৩টি স্যুট রুম, ১৬টি এক্সিকিউটিভ কিং (অঈ ঈড়ঁঢ়ষব ইবফ), ৫১টি এক্সিকিউটিভ টুইন (অঈ ইবফ) যেখানে মোট ১২৬ জন এর থাকার ব্যবস্থা আছে। সাথে রয়েছে কমপ্লিমেন্টারি সেবা যেমনÑ সকালের নাশতা, ইন্টারনেট ব্যবহার এর সুযোগ, ব্যায়ামাগার সুবিধা, সওনা বাথ, স্টিম বাথ, গাড়ি পার্কিং এবং এমিনিটিজ।

প্রশিক্ষণ সুবিধার জন্য রয়েছে ২টি প্রশিক্ষণ কক্ষ যেখানে ৩০ জন করে প্রশিক্ষণ গ্রহণের সুবিধা, আরও রয়েছে ২টি কনফারেন্স রুম ১টি অডিটোরিয়াম যেখানে আছে ১৩০ জন করে বসার সুব্যবস্থা।

সুন্দর সময় কাটানো অতিথিদের চাহিদামতো খাবার পরিবেশন করার জন্য আছে রুফটপ রেস্তোরাঁ, আউটডোর ডাইনিং এবং সাথে বারবিকিউ এরও সুব্যবস্থা। একসাথে ১০০ জনের খাবার গ্রহণের সুব্যবস্থা রয়েছে।

 

বুকিং দিতে বিস্তারিত জানতে

যোগাযোগ করুন:

মোবাইল: +৮৮০১৭০১২৫০১১৬

ঠিকানা: কোটবাড়ী রোড, ধনপুর, হালিমানগর, কুমিল্লা।

-মেইল: chrd_cumilla@burobd.org