জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে ঝগঅচ প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার কার্যক্রম পরিদর্শন করেন। ইচিগুচি তোমোহিদে ঝগঅচ এবং ইধহমষধ-ঝঐঊচ প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের সঙ্গে কৃষি খাতে অগ্রগতি সাধনে বিদ্যমান সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন। তিনি ঝগঅচ প্রকল্পের আওতায় কৃষকদের একই জমিতে ‘মিশ্র ফসল’ চাষ দেখে সন্তোষ প্রকাশ করেন।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কৃষি বৈচিত্র্যকরণ এবং জাতীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা পরিষেবা প্রদানের মাধ্যমে ঝগঅচ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।