গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Sunday,20 April 2025

জাইকা প্রতিনিধির SMAP প্রকল্প পরিদর্শন

about1

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে ঝগঅচ প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার কার্যক্রম পরিদর্শন করেন। ইচিগুচি তোমোহিদে ঝগঅচ এবং ইধহমষধ-ঝঐঊচ প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের সঙ্গে কৃষি খাতে অগ্রগতি সাধনে বিদ্যমান সমস্যা সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন। তিনি ঝগঅচ প্রকল্পের আওতায় কৃষকদের একই জমিতেমিশ্র ফসলচাষ দেখে সন্তোষ প্রকাশ করেন।

ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কৃষি বৈচিত্র্যকরণ এবং জাতীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা পরিষেবা প্রদানের মাধ্যমে ঝগঅচ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।