গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Friday,26 April 2024

ইনাফি বাংলাদেশের রিপোর্ট শেয়ারিং সেমিনার

about1

 

ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান সামগ্রিকভাবে এই সেক্টরের গ্রাহকদের উপর কোভিড-১৯ বৈশি^ মহামারির প্রভাব খুঁজে বের করতে সম্প্রতি একটি গবেষণা পরিচালনা করেছে ইনাফি বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে এই রিপোর্টটি প্রকাশ করা হয় রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত একটি সেমিনারে। রিপোর্টটি তুলে ধরে ইনাফির প্রোগ্রাম ম্যানেজার তাসনুভা ফারহিম জানান, মহামারির কারণে দেশের ৮৩. শতাংশ এমএফআই এর আয় কমেছে কিংবা লোকসানের সম্মুক্ষিণ হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. ফসিউল্লাহ, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনাফি বাংলাদেশ এর নির্বাহী পরিচালক  মাহবুবা হক।