জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির সদয় আদেশক্রমে ১৪১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০২১-২২ কর বর্ষের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করে। এনজিও/এমএফআই ক্যাটাগরিতে বুরো বাংলাদেশ-কে ২০২১-২২ কর বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ট্যাক্স কার্ড এবং সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ফাতিমা ইয়াসমিন। বুরো বাংলাদেশ-এর পক্ষে সম্মাননা এবং ট্যাক্স কার্ড গ্রহণ করেন পরিচালক (অর্থ) মো. মোশাররফ হোসেন। সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম, হেড অব ফাইন্যান্স এবং বিদ্যুত খোশনবিশ, সিনিয়র অফিস ম্যানেজার।