সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বুরো বাংলাদেশকে ১৮০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে হংকং এবং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও এসএমই খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিতে এই অর্থ পাচ্ছে বুরো বাংলাদেশ। বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় গত ১৯ মার্চ ২০২৩ তারিখে। এই অনুষ্ঠানে এইচএসবিসির পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট কান্ট্রি হেড রিয়াজ আহমেদ চৌধুরী, কান্ট্রি হেড অব ইন্টারন্যাশনাল নওশাদ একরামুল্লাহ, হেড অব লোকাল করপোরেট মাহবুব রেজা এবং ভিপি ও রিলেশনশিপ ম্যানেজার শারুর হাসান খান।