৪ সেপ্টেম্বর বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে ‘দুই বাংলার সম্প্রীতির কবিতা’ পাঠের আয়োজন করা হয়। বুরো বাংলাদেশের সাময়িকী প্রত্যয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যয়ের সম্পাদক কবি ফেরদৌস সালাম এবং সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক বিদ্যুত খোশনবীশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর মহাপরিচালক কবি জাফর ওয়াজেদ। এ ধরনের কবিতা পাঠের আয়োজনে দুদেশের মধ্যেকার ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি পায় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বুরো বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন কবি জাফর ওয়াজেদ।বিশেষ অতিথি হিসেবে কবিতা পাঠের এই আসরকে সমৃদ্ধ করে তোলেন কবি মাহমুদ কামাল, কবি সৌমিত বসু এবং কবি শাহীন রেজা। বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত বিশিষ্ট কবিরা এই আসরে কবিতা পাঠ করেন।