প্রকল্প গ্রিন ক্যাম্পাস এর আওতায় সম্প্রতি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে উদ্বোধন করা Tree Tagging কর্মসূচি। গত ১৯ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এবং বুরো বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন-উত্তর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান রাহাত। বুরো বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত এই কর্মসূচির মাধ্যমে মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গাছে পরিচিতিমূলক ট্যাগ লাগানো হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজটির সায়েন্স ক্লাবের কো-অর্ডিনেটর মো. নুরুন নবী, ক্লাব মডারেটর মো. মুস্তাফিজুর রহমান, শিক্ষক হাসান শেখ ও ইশরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বুরো বাংলাদেশ এর কার্যক্রম এবং গ্রিন ক্যাম্পাস প্রকল্প নিয়ে দুটি পৃথক ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।