গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Tuesday,07 October 2025

চারঘাটে সবজি চাষে আনোয়ারের সাফল্য

about1

নিরাপদ পদ্ধতিতে বিষমুক্ত শাকসবজি চাষ করে সাফল্য পেয়েছেন রাজশাহীর চারঘাটের কৃষক আনোয়ার হোসেন। তিনি বুরো বাংলাদেশের একজন সদস্য। উপজেলার শলুয়া ইউনিয়নের বালুরদিয়া এলাকায় স্ত্রী শাহিদা বেগমকে সঙ্গে নিয়ে ১৫ কাঠা জমিতে লাউ লালশাক চাষ শুরু করেন তিনি। বুরোর কাছ থেকে মাত্র ১৫ হাজার টাকা ঋণ নিয়ে এখন পর্যন্ত তিনি আয় করেছেন ৬৫ হাজার টাকা।

সবজি চাষের জন্য গত বছর অক্টোবর মাসে আনোয়ারের স্ত্রী শাহিদা বেগম বুরো বাংলাদেশের বানেশ^ শাখা থেকে জাইকা এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত এসএমএপির আওতায় এক লাখ টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে বুরো বাংলাদেশের আঞ্চলিক কৃষি কর্মসূচি সংগঠক আব্দুর রহমান বিষমুক্ত নিরাপদ সবজি চাষের জন্য এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করেন। হাতেকলমে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে জৈব বালাইনাশক তৈরির প্রশিক্ষণ প্রদানসহ বিনামূল্যে ফেরোমেন ফাঁদ, হলুদ আঠালো পেপার অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেন কৃষকদের। বুরো এই উদ্যোগের ফলে কৃষক আনোয়ার হোসেন আব্দুর রহমানের দেখানো পদ্ধতিতে সবজি চাষ শুরু করেন। তিনি জানান, ১৫ হাজার টাকা বিনিয়োগ করে ইতিমধ্যেই ৬৫ হাজার টাকা সবজি বিক্রি করেছি। আরো ১৫ থেকে ২০ হাজার টাকার শাক লাউ বিক্রি হবে। আমার অর্ধেক জমিতে গরুকে খাওয়ার জন্য ঘাস চাষ করেছি। কিন্তু কৃষি কর্মকর্তাদের পরামর্শে বাকি জমিটুকুতেই বিষমুক্ত সবজি চাষ করে সাফল্য পেয়েছি।