গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Tuesday,07 October 2025

বুরো বাংলাদেশকে ইস্টার্ন ব্যাংক কর্তৃক ক্রেস্ট প্রদান

about1

গত এপ্রিল বুরো বাংলাদেশের পরিচালক অর্থ এম মোশাররফ হোসেনের হাতে ইস্টার্ন ব্যাংক লি. এর একটি প্রতিনিধি দলবেস্ট পার্টনারশিপ ক্রেস্টহস্তান্তর করেন। ইস্টার্ন ব্যাংক এর প্রতিনিধি দলে ছিলেন মো. ওবায়দুল ইসলাম, হেড অব কর্পোরেট ব্যাংকিং রিলেশনশিপ ইউনিট এবং জাকিয়া জলিল, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার। আরো উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের অর্থ হিসাব বিভাগের তৎকালীন সমন্বয়কারী আব্দুল হালিম।