গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Friday,03 May 2024

বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন এফএনবি’র চেয়ার পুনর্নির্বাচিত

about1

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ এর চেয়ার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন। গত মে ২০২৩ তারিখে আশা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়। একই সাথে ভাইস চেয়ার ট্রেজারার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে ব্র্যাক পরিচালক কাজী আবু মোহাম্মদ মোর্শেদ আশা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তৌফিকুল ইসলাম চৌধুরী।

১৯ সদস্য বিশিষ্ট এফএনবি জাতীয় কার্যনির্বাহী বোর্ডের অন্য নির্বাচিত সদস্যবৃন্দ হলেন:

ডরপ এর এএইচএম নোমান, আলোহা সোশ্যাল সার্ভিসেস বাংলাদেশ এর মিনারা বেগম, ঢাকা আহছানিয়া মিশনের মো. সাজেদুল কাইয়ুম দুলাল, ঘাসফুল এর আফতাবুর রহমান জাফরী, পপি মুর্শেদ আলম সরকার, রাজবাড়ী উন্নয়ন সংস্থা রাস এর মো. লুতফর রহমান লাবু, সংগ্রাম এর চৌধুরী মো. মাসুম, এসআরপিভি এর শহীদুল হক, এসডিএস এর রাবেয়া বেগম, এসকেএস ফাউন্ডেশন এর রাসেল আহম্মেদ লিটন,         টিএমএসএস এর সুশান্ত কুমার প্রামাণিক, অপকা মো. আলমগীর, রানি মো. ফজলুল হক খান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা মো. সাইফুল ইসলাম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির বেগম রোকেয়া এবং উন্নয়ন সংঘ এর রফিকুল আলম মোল্লা।

এফএনবি এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং বিশিষ্ট ব্যাংকার উন্নয়ন পরামর্শক জনাব . এমএ ইউসুফ খান অন্য নির্বাচন কমিশনার কাপ-এর নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত নির্বাচন পরিচালনা ফলাফল ঘোষণা করেন।

বার্ষিক সাধারণ সভার শুরুতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধরীসহ অন্যান্য প্রয়াত সদস্যদের শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাস এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষে ডরপের প্রধান নির্বাহী এএইচএম নোমান রচিত গ্রন্থআল-কুরআনের সহজ বুঝগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।