১ জুলাই ২০১৯ থেকে উন্নয়ন সহযোগী Opportunity International Australia I Australian Aid এর সহযোগিতায় প্রান্তিক, অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মৌলিক স্বাস্থ্যশিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মৌলিক স্বাস্থ্যশিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ১৭ মে ২০২২ তারিখ অস্ট্রেলিয়ান হাইকমিশন, ঢাকা থেকে সেকেন্ড সেক্রেটারি Mr. Duncan McCullough -এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মধুপুর ও সখিপুর অঞ্চলে প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শক দল প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী, কো-হেলথ এডুকেটর, ফিল্ড হেলথ মোটিভেটর, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারের কর্মী, প্রকল্প কর্মী এবং সংশ্লিষ্ট অঞ্চলের কর্মসূচি বিভাগের ঊর্ধ্বতন কর্মীদের সাথে মতবিনিময় এবং কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনসহ আগত রোগীদের সাথে মতবিনিময় করেন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এছাড়াও মধুপুর উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে তাদের কার্যালয়ে প্রকল্প কার্যক্রমে সংশ্লিষ্ট সরকারী বিভিন্ন দফতরের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। উক্ত টিম মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন পন্থা, লক্ষিত জনগোষ্ঠীর সাথে সংস্থার কর্ম সম্পর্ক ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রকল্প কার্যক্রমের সাথে সম্পৃক্ততা পর্যবেক্ষণ করে সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
পরিদর্শন টিমে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি Mr. Duncan McCullough ছাড়াও ইমাম নাহিল, প্রোগ্রাম ম্যানেজার এবং নিটোল দেওয়ান, প্রোগ্রাম অফিসার উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে এসএমএ রকিব, সহকারী সমন্বয়কারী বিশেষ কর্মসূচি, হারুন অর রশীদ, বিভাগীয় ব্যবস্থাপক, টাঙ্গাইলসহ সংশ্লিষ্ট আঞ্চলিক ব্যবস্থাপক, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং প্রকল্প কর্মীগণ উপস্থিত ছিলেন।