গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Saturday,05 October 2024

বুরো বাংলাদেশ: ট্যাক্স কার্ড সম্মাননা পত্র-২০২০

about1

বাংলাদেশ সরকারের ঘোষিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ এর বিধান অনুযায়ী ২০১৯-২০২০ কর বর্ষে বুরো বাংলাদেশ ‘অন্যান্য’ কাট্যাগরিতে (এনজিও/এমএফআই) ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়ে ট্যাক্স কার্ড সম্মাননা পত্র-২০২০ এবং পদক গ্রহণ করেছে। ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পক্ষে কর অঞ্চল-৫ এর কর কমিশনার জনাব সোয়ায়েব আহমেদ সম্মাননাপত্র এবং পদক হস্তান্তর করেন বুরো বাংলাদেশ এর পরিচালক (অর্থ) জনাব মো. মোশাররফ হোসেন এর নিকট। এ সময় সংস্থার অর্থ কর্মকর্তা শফিকুল ইসলাম এবং ঊর্ধ্বতন অফিস ব্যবস্থাপক বিদ্যুত খোশনবীশ উপস্থিত ছিলেন।