গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Friday,03 May 2024

আনোয়ার উল আলম শহীদ স্মরণে মিলনায়তন উদ্বোধন ও স্মারকগ্রন্থ প্রকাশ

about1

গত ১০ ডিসেম্বর ২০২২ তারিখে পালিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা, একাত্তরের কাদেরীয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব রাষ্ট্রদূত প্রয়াত আনোয়ার উল আলম শহীদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। উপলক্ষে বুরো বাংলাদেশ আনোয়ার উল আলম শহীদ এর পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয় বুরো বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র টাঙ্গাইলে। স্মরণ সভার শুরুতে নবনির্মিত এই মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের একটি সুপরিসর মিলনায়তনের নামকরণ করা হয় প্রয়াত আনোয়ার উল আলম শহীদ এর নামে। একই অনুষ্ঠানে বুরো বাংলাদেশের উদ্যোগে প্রকাশিত স্মারকগ্রন্থরণাঙ্গনের রণদূত: আনোয়ার উল আলম শহীদএর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে প্রয়াত আনোয়ার উল আলম শহীদের বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনার পাশাপাশি তার সরল সাধারণ ব্যক্তি জীবনের কথাও স্মরণ করেন।

বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আতাউর রহমান খান হাসান ইমাম খান, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ কবি মাহবুব সাদিক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম হীরা, আনোয়ার উল আলম শহীদ এর স্ত্রী বুরো বাংলাদেশের ভাইস চেয়ারপার্সন ডা. সাঈদা খান, বীর মুক্তিযোদ্ধা আবু মো. এনায়েত করিম, বুরো বাংলাদেশের পরিচালকÑ অর্থ এম মোশাররফ হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব কবি মাহমুদ কামাল, মুক্তিযোদ্ধা গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, প্রত্যয় সম্পাদক ফেরদৌস সালামসহ আরো অনেকে।

ছাড়া সেক্টর কমান্ডারস ফোরামের হারুন হাবিব, চলচ্চিত্র প্রযোজক হাসিবুর রহমান খান, নলেজ ট্রাস্টের সদস্য সচিব বিধান চন্দ্র পাল, প্রকৌশলী মনিরুজ্জামান বাবু আনোয়ার উল আলম শহীদের প্রবাসী কন্যা ্যামোনা আনোয়ার ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যয় এর নির্বাহী সম্পাদক বিদ্যুত খোশনবীশ।