গুলশান-২, ঢাকা, বাংলাদেশ   Friday,03 May 2024

আইসিটি ও ডিএফএস বিভাগের বার্ষিক পরিকল্পনা সভা

about1

 

গত ১৯-২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে বুরো বাংলাদেশের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের বার্ষিক পরিকল্পনা ডিজিটাল সিনার্জি সভা অনুষ্ঠিত হয়েছে। বুরো বাংলাদেশের বগুড়া মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে দুই দিনব্যাপী বার্ষিক পরিকল্পনা সভাটি আয়োজিত হয়। সংস্থার আইসিটি বিভাগ, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিউনিকেশন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া টিমে কর্মরত মোট ১২৭ জন কর্মী সভায় অংশগ্রহণ করেন। সভাটি পরিচালনা করেন পরিচালক- অপারেশনস, ফারমিনা হোসেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব কর্মীরা সভায় যথাযথ বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণে একযোগে অংশ নেন। সংস্থার কার্যক্রম আরও কার্যকর গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী ভাবনা, প্রস্তাব সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং সব কর্মীকে তাদের মতামত প্রকাশে উৎসাহ প্রদান করা হয়। সময় আধুনিক প্রযুক্তি গ্রাহক চাহিদার সাথে তাল মিলিয়ে সংস্থার সেবার মান উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা পেশ করেন আইসিটি বিভাগ, ডিএফএস কমিউনিকেশন্স টিমের প্রতিনিধিরা। উক্ত আয়োজনে যোগদান করে বার্ষিক পরিকল্পনা সভাকে সাফল্যমণ্ডিত করায় সংস্থার পরিচালক- অপারেশনস ফারমিনা হোসেন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।