তিশা চাকমা; বাড়ি রাঙ্গামাটির ভেদভেদী এলাকায়। স্বামী সজিব চাকমা ও সাড়ে তিন বছরের মেয়ে নিদি চাকমাকে নিয়ে তার সংসার। ভেদভেদী বটতলা বাজারে তিশার একটি দোকান আছে। বিভিন্ন নিত্যপণ্যের পাশাপাশি পান-সুপারিও বিক্রি করেন দোকানে। তিশা বুরো বাংলাদেশের সদস্য দুই বছর ধরে। এক লক্ষ টাকা ঋণ নিয়ে দোকানে বিনিয়োগ করেছেন আর স্বামীকে কিনে দিয়েছেন একটি সিএনজি থ্রি-হুইলার। তার স্বামী অবসরে ছবি আঁকেন, বিশেষ করে গৌতম বুদ্ধের ছবি। তিশার ভাষায়, বাঁ হাতি সজিবের মেধা ছিলো কিন্তু কাজে লাগাতে পারেনি। তিশা পড়ালেখা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু আর্থ-সামাজিক অবস্থার কারণে এরপর এগুতে পারেননি। কিন্তু মেয়ে নিদিকে উচ্চ শিক্ষিত করার আকাক্সক্ষা তার মধ্যে প্রবল। নিদির এখনো স্কুলে যাওয়ার বয়স হয়নি, তবুও নিয়মিত পাঠাচ্ছেন স্থানীয় বৌদ্ধ বিহারের পাঠশালায়। বুরো বাংলাদেশের আর্থিক সহায়তায় তিশা ও সজিব চাকমার সংসারে যতটুকু স্বচ্ছলতা ও সুখ ফিরে এসেছে তাকে পুঁজি করেই সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে চান তিশা-সজিব দম্পতি।
আলোকচিত্র : বিদ্যুত খোশনবীশ