শাহিদা আক্তার, সংকরদি, রাজৈর, মাদারীপুর
শাহিদা আক্তার বুরো বাংলাদেশের গ্রাহক হয়েছেন এক বছরও হয়নি। স্বামী আব্দুস সামাদ আগে ছোট একটি অটোরিকশা চালাতেন। যে আয় হতো তা দিয়ে পাঁচজনের সংসার চালানো খুব একটা সহজ ছিলো না। কিন্তু অসচ্ছলতার মাধ্যেও দিন বদলের স্বপ্ন দেখতেন শাহিদা। সেই স্বপ্নের রূপায়ণের জন্য তিনি খুঁজে নিয়েছিলেন বুরো বাংলাদেশকে। ঋণের টাকায় স্বামীকে কিনে দিয়েছেন বড় একটি অটোরিকশা। এতে আগের চেয়ে উপার্জন বেড়েছে, সংসারে সচ্ছলতা এসেছে। শাহিদার এক ছেলে ও দুই মেয়ে, সবাই স্কুলে যায়। সংসারের আয় বাড়ানোর জন্য দুই কাঠা জমি কেনার পাশাপাশি বর্গা নিয়েছেন আরো দশ কাঠা। এই জমিতেই ঋতুভেদে বিভিন্ন ফসল আবাদ করেন তিনি। তবে এতোটুকুতেই থেমে থাকতে চান না শাহিদা। পরেরবার ঋণ নিয়ে একটি উন্নত জাতের গাভি কিনতে চান তিনি। তার বিশ্বাস, একটি গাভি একদিন পরিণত হবে একটি খামারে। শাহিদার মতো নিম্ন আয়ের নারীদের এমন ছোট ছোট প্রয়াসের সাথেই আছে বুরো বাংলাদেশ।
আলোকচিত্র : বিদ্যুত খোশনবীশ